কাজই শক্তি

কাজ মানুষের জীবনের অপরিহার্য একটি অংশ। প্রতিদিনের প্রয়োজন মেটাতে, নিজের ও পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে

কাজ

কাজ হচ্ছে আমাদের চালিকাশক্তি। কাজ ছাড়া মানুষ অচল।কাজকে যে সম্মান করে সেই জীবনে উন্নতি করেছে আর যে কাজকে ছোট করে দেখে সেই ধ্বংস হয়েছে।

আমরা কাজ ছাড়া সমাজে চলতে পারিনা। সবাই কোনো না কোনো কাজ এর সাথে সর্ম্পকিত। কেউ ফসল ফলায়,কেউ শিক্ষা দেয়, কেউ রোগ সারায় আবার কেউ রাস্তা যাতায়াতে সাহায্য করে। সবাই তাঁরা কাজ করে উপার্জন করে। 

জীবন চালাতে কাজের কোনো বিকল্প নেই। কারণ কাজ ছাড়া উপার্জন সম্ভব নয়। আর টাকা ছাড়া মানুষ মানুষ কে চিনে না।

প্রবাদে আছে, "পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। " একদমই সত্যি কথা। পরিশ্রম ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারেনি।বরং নিঃশেষ হয়ে গেছে। আর যারা কঠোর পরিশ্রম করেছে তাঁরাই জীবনে বড় হতে পেরেছে। 

তাই আমাদের উচিত নিজের কাজ কে ভালোবেসে কঠোর পরিশ্রম করে জীবনে উন্নতি করা এবং সুস্থ সমাজে পরিবারকে নিয়ে ভালো থাকা। 


Nil Pori

40 وبلاگ نوشته ها

نظرات

📲 Download our app for a better experience!