মায়া নিয়ে কিছু বলতে চাই

মায়া বড় অদ্ভুত জিনিস যার প্রতি একবার মায়া লেগে যায় তাকে কখনো ভুলা যায় না

মায়া,, এমন একটা জিনিস যার উপর একবার মায়া পড়ে যায় তাকে কখনো ছেড়ে যাওয়া যায় না বা কখনো ভুলে থাকা যায় না জীবনে কখনো কারো উপর এত বেশি মায়া করতে নেই যাতে করে সে ভুলে গেলে তার জন্য যেমন নিজের জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় 

 

ভালোবাসার আরেক নাম মায়া মায়াদের সবকিছু হয় না কখনো কখনো মনে হয় আমি যাকে ভালোবাসি সে হয়তো আমাকে ভালোবাসে না আমি যার উপর এত মায়া করি সে হয়তো কখনো আমার উপর এত মায়া করে না জীবনে কোনদিন তাকে যদি পেয়ে থাকি তাহলে দ্বিতীয়বার কোনদিন এত বেশি মায়া করা যাবে না যাতে করে সে খেয়ে না আসলেও তাকে ফিরাতে পারবো না জীবনে আর কিছু আসুক বা না আস মায়া কোনদিন ফিরে আসবেনা 


MD Saykot Hossain

74 블로그 게시물

코멘트