,মানুষের গল্প,

মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আমরা মানুষ মানুষ অনেক ভালো কাজ করে থাকে মানুষ অনেক খারাপ কাজ করে থাকে

মনটা আজ ভাল নাই কেন জানি না।খুবিই খারাপ লাগছে মনে হয় কেউ নাই কিছু নাই।আসলেইত এই পৃথিবীতে আমরা সবাই একা।সবাই আছে তবুও মানুষ একা।মা,বাবা,সামী, সন্তান সবাই থাকতে কেন মানুষ একা? নিজেকে ছাড়া মানুষ কাউকে বুঝে না,বুঝতেও চায় না।এই পৃথিবীর মানুষ গুলো কেন যে এমন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না।মানুষের জীবনে এমন কিছু কথা থাকে যা মানুষ কাউকে বলতে চেয়েও মানুষ কারো কাছে বলতে পারে না। নিজের সেই আপন মানুষ গুলোর কাছেও ভাগ করতে পারে না।যা তার নিজের গভিরেই রয়ে যায় আজীবন।যাতে মানুষ গুমরে কেঁদে মরে।মানুষের জীবন কাহিনী এখানে ই থেমে থাকে না।তবুও মানুষের জীবন কাহিনী চলতে থাকে,চলছে,চলবে....................

 

মানুষের জীবন কাহিনী বুঝি এমনই হয়।


Mahadi21

4 Blogg inlägg

Kommentarer