মজার হাসির গল্প

হাসি দিয়ে সবসময় নিজেকে বুঝাতে চায় ভালো আছি

একদিন ছেলে বসে পড়ছিল তখন বাবা ছেলের পাসে বসল।

 

বাবা: তুই সারাদিন এমন চুপ চাপ থাকিস কেন?

 

ছেলে: কেন বাবা আমিতো কথা বলি।

 

বাবা: তোকে অযথা এত বকাঝকা করি অথচ কিছু বলিস না। প্রতিবাদ করিস না।

 

ছেলে: কেন বাবা, আমিতো প্রতিবাদ করি।

 

বাবা: কই করিস? আমি যে দেখি না।

 

ছেলে: কেন বাবা তুমি বকা দিলে আমি টয়লেটে যাই।


MD Saykot Hossain

74 Blog mga post

Mga komento