ইংল্যান্ড থেকে দক্ষিনাঞ্চলের সাগরের তীরে বড় একটি রাজ্য ছিল ব্রিটেন ৷ এই রাজ্যের থেকে বহুদূরে ছিল একটি গ্রাম ৷ গ্রামটির নাম ছিল ট্রিবেনী ৷ এই গ্রামের থেকে অল্প দূরে শেষ মাথায় বাস করতো একজন কুমোর ৷ তার নাম ছিল ইথানো সেলভিয়াস ৷ যে সারাদিন মাটির তৈরি বিভিন্ন ধরণের ছোটো বড় জিনিস বানাত ৷ এবং সপ্তাহের একটি দিনে বহুদূর শহরের বাজারে গিয়ে বিক্রি করে আসত ৷ সংসারে ছিল তার স্ত্রী রেবিকা অনড্রিও এবং ছয় বছরের পুত্র জ্যাক সেলভিয়াস ৷ কুমোর ইথানো সেলভিয়াসের বাড়িটা ছিল পর্বত উপত্যকা অঞ্চলের পাদদেশে ৷
MD Saykot Hossain
74 Blog posting