একথা শুনে সকলে হাত-তালি দিতে শুরু করল ৷ সেই ভীরের মধ্যে ছিল রেবিকা অনড্রিও সেও জ্যাক সেলভিয়াস এবং রিচার্ডের কাহিনী শুনে অবাক হলেন
৷ অনেকক্ষন থেকে তাদের দেখতে না পেয়ে খুবই চিন্তিত এবং দূঃখিত ছিলেন তিনি ৷ দুই ছেলেকে কাছে পেয়ে খুবই খুশি হলেন ৷
ঐ দিনের , ঐ ঘটনার পর থেকে রিচার্ড আর কখনো কোন দিন জ্যাক সেলভিয়াসকে দূঃখ দিত না ৷