বাকি রিপ্লেসমেন্টদের থেকে মুস্তাফিজ আলাদা—জানুন কারণ

অনেকটা চমক দিয়েই মুস্তাফিজুর রহমানকে শেষ সময়ে এসে দলে টেনেছে

দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি রুপিতে দল

পেয়েছেন বাংলাদেশের এই পেসার। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলে তাকে দলে নেয়া হয়েছে। লিগ পর্বের শেষ ৩ ম্যাচের জন্য বাংলাদেশের পেসারের দ্বারস্থ হয়েছে দিল্লি।


বাকি রিপ্লেসমেন্টদেরআর ৬ কোটি রুপিতে নতুন দলে যোগ দেয়ার মাধ্যমে আইপিএলের মঞ্চে বাংলাদেশের হয়ে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন দ্য ফিজ। নিলাম ভিত্তিমূল্য ২ কোটি রুপি থাকলেও তারচেয়ে তিনগুণ বেশি অর্থের মাধ্যমে চুক্তিবদ্ধ হলেন টাইগার পেসার।


তবে শেষ সময়ে মুস্তাফিজের এই দলপ্রাপ্তির ঘটনা বাকি সব আইপিএল রিপ্লেসমেন্টের চেয়ে একেবারেই ব্যতিক্রম। খুব বড় রকমের পার্থক্য না থাকলেও এখানে থাকছে এক সূক্ষ তফাত।

আইপিএল–এর নিয়ম বলছে, কোন খেলোয়াড়

যদি চোট বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারে। সাধারণত ১২ ম্যাচডে–এর আগে পর্যন্ত এমন রিপ্লেসমেন্ট নেয়ার সুযোগ থাকে। মুস্তাফিজ ডাক পাচ্ছেন বিশেষ পরিস্থিতিতে।


সাধারণত আইপিএলে রিপ্লেসমেন্টে কেউ দলে এলে তাকে পরের মৌসুমে রিটেনশন করানোর সুযোগ থাকে। তবে বিশেষ পরিস্থিতিতে দল পাওয়া মুস্তাফিজকে ধরে রাখার সুযোগ থাকছে না দিল্লি ক্যাপিটালসের সামনে। আইপিএলের প্রধান পরিচালনা কর্মকর্তা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো ই-মেইলে বিষয়টি নিশ্চিত করেছেন।

সামরিক উত্তেজনায় আইপিএল পুনরায় শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো মেইলে উল্লেখ করা হয়, ‘জাতীয় দলে অংশগ্রহণ, ব্যক্তিগত কারণ, কিংবা চোট বা অসুস্থতার কারণে কিছু খেলোয়াড় অনুপস্থিত থাকায়, এই টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত সাময়িক বদলি খেলোয়াড়দের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তে একটি শর্ত প্রযোজ্য—এক্ষেত্রে নেওয়া সাময়িক বদলি খেলোয়াড়দের আগামী বছর দলে রিটেইন (ধরে রাখা) করা যাবে না। সাময়িক বদলি খেলোয়াড়দের ২০২৬ সালের আইপিএল নিলামের জন্য নিবন্ধন করতে হবে।’

মেইলে আরও উল্লেখ করা হয়, ‘

স্থগিত সময়সীমার আগে যে বদলি খেলোয়াড়দের অনুমোদন দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে, তারা ২০২৬ সালের খেলোয়াড় নিলামের আগে রিটেইনের জন্য যোগ্য থাকবেন।’

যেমন, আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংস আয়ুশ মাহাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস এবং উর্ভিল প্যাটেলকে দলে টেনেছে। চেন্নাই সুপার কিংস চাইলে আগামী নিলামের আগে তাদেরকে ধরে রাখতে পারবে। তবে দিল্লি এই সুযোগ পাচ্ছে না মুস্তাফিজুর রহমানের বেলায়।


Max News 24Hours

930 بلاگ پوسٹس

تبصرے

📲 Download our app for a better experience!