গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল

সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। মালদ্বীপের

বিপক্ষে ড্র আর ভুটানের বিপক্ষে জয়ে চার পয়েন্ট নিয়ে আগেই শেষ চার নিশ্চিত করল লাল-সবুজের যুবারা।

অপেক্ষা ছিল বাংলাদেশ গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল খেলবে নাকি গ্রুপ রানার্সআপ হয়ে।


মঙ্গলবার সেই সমীকরণ মিলিয়েছে মালদ্বীপ ও ভুটানের ম্যাচ। চার বা তার বেশি গোলে মালদ্বীপ জিতলে বাংলাদেশকে টপকে দ্বীপ দেশটি হয়ে যেত রানার্সআপ। অরুণাচলে তারা জিততে পারেনি, ড্র করেছে ২-২ গোলে। দুই দলের ম্যাচটি ড্র হওয়ায় গোলাম রব্বানীর শিষ্যরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ১৬ মে প্রথম সেমিফাইনাল খেলবে। দুটি সেমিফাইনালই হবে ১৬ মে। ফাইনাল ১৯ মে।

খেলা হোক বা ব্যক্তিগত জীবন ভারতীয় ক্রিকেটাররা

সব সময়ই লাইম লাইটে থাকেন। ফ্যানেরাও তাদের প্রিয় তারকার খুঁটিনাটি জানার বিষয়ে সবসময় উন্মুখ হয়ে থাকেন। বিশেষ করে ক্রিকেটার ব্যক্তিগত বা বিবাহিত জীবন সম্পর্কে জানার ইচ্ছে সকলেরই থাকে। আজ আপনাদের জানাবো এমন ৪ জন ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে যারা প্রেমে পড়ে বিয়ে করেছেন বিদেশী মেয়েদের।

কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ২০১৬ সালে হ্যাজেল কিচকে বিয়ে করেছেন। বিয়ের পর তার নাম রাখা হয়েছিল গুরবসন্ত কৌর। হ্যাজেল কিচ একজন ব্রিটিশ মরিশিয়ান অভিনেত্রী। এছাড়াও তাকেকে বলিউডের বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে। নিজের কাজের জন্য যথেষ্ট খ্যাতি অর্জন করিছিলেন। ভারতীয় তারকা ক্রিকেটার সঙ্গে বেশ কয়েক বছর প্রেম করেন হ্য়াজেল কিচ। অভিনেত্রীর রূপে মুগ্ধ ছিলেন যুবরাজ সিং। দীর্ঘ বছর ডেটিংয়ের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা সুখী জীবনযাপন করছেন ও চলতি বছরের জানুয়ারি মাসে তাদের একটি পুত্র সন্তান হয়েছে।

হরভজন সিং : ২০১৫ সালে গীতা বসরার সাথে

হরভজনের পাঞ্জাবি রীতিতে ধুমধাম করে বিয়ে হয়। গীতা বসরা একজন ব্রিটিশ পাঞ্জাবি হওয়ার পাশাপাশি বলিউডের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে সংসার জীবন শুরু করার পরেই তিনি ফিল্মি জগত থেকে অবসর নেন। গীতা ও হরভজনের প্রেম কাহিনিও বেশ আকর্ষনীয়। গীতা বসরার পোস্টার দেখে নাকি পাগল হয়ে গিয়েছিলেন হরভজন সিং। তারপর ফোন নাম্বার জোগাড় করে ফোন করেছিলেন। সেখান থেকেউ তাদের প্রেম শুরু হয়। অবশেষে রাজকীয়ভাবে বিয়ে করেছিলেন হরভজন ও গীতা। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে ও সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।


Max News 24Hours

930 博客 帖子

注释