২৪ এর বাংলাদেশ,স্বৈরাচারীর দিন শেষ। এটাই আমাদের ২৪ এর নতুন বাংলাদেশ।

কোথায় আছে ঘরের শত্রুর চেয়ে বাইরের শত্রু ভালো, আমরা ২০২৪ সালে ঘরের স্বৈরাচারী শত্রুকে দেশচ্যুত করতে সফল হই।

২০২৪ এর নতুন বাংলাদেশের সংক্ষিপ্ত বর্ণনা। 

১৯৪৮ সালের পর থেকে বাংলাদেশ তথা  পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান (বর্তমানে পাকিস্তান ) বাংলাদেশের উপর নানাভাবে নির্যাতন ১৯৪৮ সাল থেকেই বাংলাদেশ পশ্চিম পাকিস্তান এর কাছ থেকে মুক্তির জন্য সংগ্রাম চালাই। যা ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে সফলতার পথ ধরে এগিয়ে চল থাকে। অবশেষে ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে মুক্তি লাভ করে অর্থাৎ স্বাধীনতা লাভ করে। এরপর থেকেই বাংলাদেশে শুরু হয় নানান স্বৈরাচারী সরকারের আগমন। শুধু আগমন বললে ভুল হবে সেই সাথে পতন হয়। তবে বাংলাদেশের পাতাই  সর্বোচ্চ স্বৈরাচারী সরকার ২০২৪ সালে পদত্যাগ করে এবং দেশচুত্য হয়। ফলে আমরা একটি নতুন বাংলাদেশ পাই এবং ২০২৪ সালকে দ্বিতীয় স্বাধীনতা বলে গণ্য করা হয়। বর্তমান সরকার ডঃ মুহাম্মদ ইউনুস সফলভাবেই দেশ চালাচ্ছেন। ইনশাল্লাহ দেশ আগামীতে আরো ভালো কিছু পাবে। এই আশায় ব্যক্ত করা যায়। 


Md Saidur Saju

28 Blog mga post

Mga komento

📲 Download our app for a better experience!