হাসির গল্প:আমাদের পাড়ার নায়ক পিন্টু

নায়ক পিন্টু আমাদের পাড়ার ছেলে। তবে সেই কোন সিনেমার নায়ক নয়। মুরগি ধরার নায়ক।

আমাদের পাড়ার একমাত্র হিরো হচ্ছে পিন্টু। তবে সে সিনেমার হিরো না, সে হচ্ছে ‘মুরগি ধরা হিরো’। পাড়ায় নতুন কোনো মুরগি এলে পিন্টুই প্রথমে সেটা ধরতে যায়, আর মুরগিটা এমন দৌড়ায় যে পিন্টুর হিরোইজম একেবারে জিরো হয়ে যায়।পিন্টুর সবচেয়ে বড় গুণ হচ্ছে, সে নিজের ভুল কখনো স্বীকার করে না। একবার পিন্টু বলল সে মাছ ধরতে পারে। আমরা সবাই মিলে গেলাম পুকুরে। ঘণ্টা দুই পর দেখা গেল পিন্টুর জালেই শুধু পোকা আর একজোড়া ছেঁড়া মোজা। অথচ সে বলল, “দেখলি না, মাছ আসছিল, আমি ইচ্ছা করে ছাড়ছি!”একদিন পিন্টু বলল সে দৌড় প্রতিযোগিতায় পাড়া চ্যাম্পিয়ন। সবাই অবাক! তখন সে বলল, “আমি একাই দৌড়াইছিলাম, তাই আমিই চ্যাম্পিয়ন!”

পিন্টুর মতো মানুষ আমাদের জীবনে খুব দরকার—হাসি দেয়ার জন্য হলেও! ওর একেকটা কাণ্ড মানেই একেকটা কমেডি সিনেমা।


Md Saidur Saju

28 وبلاگ نوشته ها

نظرات

📲 Download our app for a better experience!