।।।। আমএর জন্য বিখ্যাত

আম এর জন্য বিখ্যাত

রাজশাহীতে মৌসুমের শুরুতে এবার এক হাজার তিনশ থেকে দেড় হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের উৎপাদন বেশি হবে। দামও পাবেন বেশ ভালো। শুধু রাজশাহী জেলায় এক হাজার ছয়শ কোটি টাকার আম বাণিজ্যের আশা করা হচ্ছে। রাজশাহী জেলা প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, এবার ২২ মে থেকে গোপালভোগ আম সংগ্রহ করা যাবে। ২৫ মে থেকে লকনা, লক্ষণভোগ ও রাণীপছন্দ আম পাড়া হবে। এছাড়া হিমসাগর ৩০ মে, ল্যাংড়া ও বানানা ম্যাংগো ১০ জুন, আম্রপালি ও ফজলি আম ১৫ জুন সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।

 

রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, বৃহত্তর রাজশাহীতে যে পরিমাণ আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার বাজারমূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। ইতোমধ্যে আমকে কেন্দ্র করে উৎসব শুরু হয়েছে। আমপাড়া, বাজারজাত এবং কুরিয়ারসহ নানা কর্মকাণ্ডে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হবে।

 

রাজশাহীর আটটি উপজেলার মধ্যে আম উৎপাদনে শীর্ষে বাঘা। এই উপজেলাতেই জেলার এক-তৃতীয়াংশ আম উৎপাদন হয়। গেল বছর এই উপজেলা থেকে ১০টি দেশে ৩৬ টন আম রপ্তানি করা হয়েছে।

 

বাঘার আড়ানি এলাকার আমচাষি মকবুল হোসেন বলেন, বাঘার আম অত্যন্ত সুস্বাদু। এ আমের ভিন্ন একটি ঘ্রাণ রয়েছে। গত বছর আমি ৫০ মন আম রপ্তানি করেছি। সুযোগ পেলে এ বছর আরও বেশি রপ্তানি করব। এ উপজেলার আম রপ্তানি আরও বাড়বে বলে আমি আশাবাদী। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, এবার সঠিক সময়ে বৃষ্টিপাত হওয়ায় গাছে প্রচুর আম রয়েছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।


Mdshadin21

16 مدونة المشاركات

التعليقات

📲 Download our app for a better experience!