আমার জীবনের গল্প পর্ব ১৯

অনলাইনের কোন প্ল্যাটফর্ম থেকে নেওয়া না সম্পূর্ণ আমার জীবনের গল্প তুলে ধরছি

মানুষ যখন বাস্তবতাকে জয় করতে শিখে যায় তখন আর কোন কিছু তাকে ধরে রাখতে পারে না৷ 

কারণ কল্পনা করে মানুষ আগে তারপরে সেটা বাস্তবে সম্পন্ন করার চেষ্টা করে কল্পনার মত করে সুন্দর সবকিছু হয় না কল্পনায় বাস্তবের থেকে হাজারগুন অন্যরকম থেকে সবকিছু বেশি এক্সপেক্টেশন থাকে এজন্য, 

কল্পনাটাকে বাস্তবে নিতে গেলে অনেকটা চেঞ্জ এসে যায় তার মধ্যে যেমন মনে করুন আপনি কল্পনায় একটি বাড়ি করার কথা ভাবছেন নিজের মনে কে প্রেমে আবদ্ধ করলেন সে আবদ্ধ কিন্তু প্রেমটা যখন বাস্তবে উদঘাটন করতে যাবেন, 

তখন দেখবেন তার ভিতরে এ টু জেড কল্পনার মত সত্য হয়নি কমপক্ষে নাইট পারসেন্ট বাস্তব হলেও টেন পার্সেন্ট বাস্তবে রুক নিতে পারবে না কিন্তু পারসেন্ট আর আফসোস না করে ৯০% দিয়েই তার সব টাকা পূরণ করার চেষ্টা করে এবং এভাবেই বাস্তবে সফল হয় তারপর তাকে আজকে ধরে রাখতে পারেন সে তারপর ভর্তি  

 স্বপ্নগুলো পুরনো কাজে লেগে যায়৷ 


Ariful Hasanrakib

146 Blog posts

Comments