ঢ্যামনা ঢেমনির বাসর ঘর এবং ঢেমনা ঢেমনির বাসর রাত

এক গ্রামে এক ঢ্যামনা ও এক ঢেমনি ছিল তারা দুজনে ছিল বেশ ভালো জুটি আর আজকে ছিল আমার কলেজ ছুটি তাই শুনাবো ঢ্যামনা ঢ

গ্রামে ঢ্যামনা আর ঢেমনি ছিলো এক অদ্ভুত জুটি। ঢ্যামনা ছিলো একটু হাবাগোবা ধরনের, আর ঢেমনি ছিলো চটপটে আর দস্যিপনার রাজরানী। বহুদিন প্রেমের অভিনয় করে অবশেষে তারা বিয়ের পিঁড়িতে বসল। কিন্তু সবার আগ্রহ ছিল একটাই—ওদের বাসর রাতটা কেমন হবে?

রাত দশটায় বর-কনের ঘরে দেওয়া হলো ঝাল-মিষ্টি খাবার, সঙ্গে এক বাটি দই, যেন ঢ্যামনার পেট গরম না হয়। ঢেমনি হাসতে হাসতে বললো, "এই নে, তোর পেট যদি ফেটে যায়, আমি কিন্তু মশারি ছেড়ে পালাবো!" ঢ্যামনা লজ্জায় লাল হয়ে গেল, আর বললো, "তুই এমন করিস না ঢেমনি, আমি তো খুব নার্ভাস।"

মশারির ভিতর আলো জ্বলছে হালকা, চারদিকে গোলাপের পাঁপড়ি, কিন্তু তার চেয়েও বেশী উত্তেজনা ঢ্যামনার মনে—বাসর রাতে কী করতে হয়, সে তা সিনেমাতেই দেখেছে, বাস্তবে নয়।

ঢেমনি আবার শুরু করলো, "আচ্ছা ঢ্যামনা, তুমি কি জানো বাসর রাতে কী হয়?"
ঢ্যামনা গলা খাঁকারি দিয়ে বললো, "মানে… মানে… ফুল ছিটানো আর হাত ধরা, তাই তো?"


Md Saidur Saju

28 Blogg inlägg

Kommentarer