ব্যবহার

কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়।

সুন্দর ব্যবহার সুন্দর চেহারার চেয়ে উত্তম। এই কথাটা শুধু প্রবাদেই প্রচলিত। 

কারণ মানুষ এখন সুন্দর ব্যবহার এর চেয়ে সুন্দর চেহারার কদর বেশি করে। মানুষ টা ভালো কি খারাপ তা বিবেচনা না করেই সৌন্দর্যের মোহে পরে যায়। 

আর বর্তমানে টাকা হলে খারাপ সময় থাকে না। খারাপ ব্যবহার ও মনে করে না। সবাই তখন টাকাকে সম্মান করতে থাকে। 

সুন্দর চেহারার চেয়ে ও এখনকার মানুষ টাকা কে বেশি প্রাধান্য দেয়। 

কথায় আছে, টাকায় নাকি সুখ ও কেনা যায়। হ্যাঁ কথা টা সত্যি। শুধু টাকার জন্য কত ছেলে ঘর ছাড়া কেউ বলতে পারে না। দূর প্রবাসে পারি জমিয়েছে হাজারো পুরুষ। 

কিন্তু ব্যবহার এর জন্য কয়জন ঘর ছাড়া হয়েছে আজ পর্যন্ত কেউ বলতে পারবেনা।।

তাই ব্যবহার এর চেয়ে এখন টাকার কদর অনেক বেশি। 


Nil Pori

40 블로그 게시물

코멘트