ঢ্যামনা ঢেমনির বাসর ঘর

ঢ্যামনা ঢেমনির বাসর ঘর নতুন গল্প ২০২৫।গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। কেউ সিরিয়াল ভাবে নিবেন না। গল্পটি পড়ে মজা

এক ছিল ঢ্যামনা, আর এক ছিল ঢেমনি। তারা দুজন ছিল একেবারে আজব এক জুটি! গ্রাম জুড়ে তাদের নিয়ে হাসি-ঠাট্টার শেষ ছিল না। ঢ্যামনা ছিল লাজুক, ঢেমনি ছিল বড্ড বেশি কথা বলা টাইপের। কিন্তু তবুও কাকতালীয়ভাবে একদিন তাদের বিয়ে হয়ে গেল।

সবাই ভাবল, “দেখি দেখি, এ কেমন বাসর হবে!”

বাসর রাতে ঢ্যামনা ঢুকে পড়ল ঘরে, মাথা নিচু করে। ঢেমনি তো আগে থেকেই সাজুগুজু করে একেবারে প্রস্তুত! ঢ্যামনা বসতেই ঢেমনি বলল,
– “এই শোনো, এত চুপচাপ কেন?”
ঢ্যামনা লাজুকভাবে বলল,
– “এইতো... একটু লজ্জা লাগে…”
ঢেমনি হেসে বলল,
– “বিয়ে করে লজ্জা পাও! এইবার থেকে আমিই সব বলব, আর তুমিও শুনবে!”

বাসর ঘরটা তখন গল্পের আসরে পরিণত হলো। ঢেমনি বলতে লাগল,
– “তুমি জানো, আমার ছোটবেলায় আমি একটা মুরগিকে বিয়ের দাওয়াত দিয়েছিলাম?”
ঢ্যামনা চোখ বড় বড় করে তাকাল, “মুরগি? কেন?”
– “ওটা আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল, রোজ সকালবেলা ‘কক কক’ করে আমায় ডাকত!”

ঢ্যামনা তখন একটু সাহস পেল, বলল,
– “তাহলে তো আমাদের বিয়েতে ওই মুরগিই দুলাভাই হতে পারত!”

এরপর সারা রাত তারা হাসতে হাসতে গল্প করল। বাসর ঘরের মোমবাতিও যেন থেমে থেমে হেসে উঠছিল।

এরপর থেকে গ্রামে নতুন কথা চালু হলো – “যার বাসর রাত এমন, তার জীবন তো হবে রঙিন!”
আর ঢ্যামনা-ঢেমনি? তারা সুখে-শান্তিতে, হেসে-খেলে সংসার করল অনেকদিন।


Md Saidur Saju

28 بلاگ پوسٹس

تبصرے

📲 Download our app for a better experience!