Rcb

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বর্তমানে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন রাজাত পার্টিডার।

আইপিএল ইতিহাসের সবচেয়ে দুঃখময় টিম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮ বছরের ইতিহাসের সবচেয়ে বিধ্বস্ত টিম ছিল। কিন্তু তারা কখনো আইপিএলের কাপ নিতে পারেনি। তারা বিশ্বমানের পিলিয়ার নিয়ে খেলেছে। তাদের টিমে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল এর মত অনিক ভালো মানের খেলোয়ার খেলেছে। তাদের কপালে এখনো পর্যন্ত একটি ট্রফিও জোটেনি। এবং সর্ব স্তরের তারা ব্যর্থ। বিরাট কোহলির ৯৭৩ রান একটি রেকর্ড রয়েছে আইপিএলে। তখন তা কখনো কেউ ভাঙতে পারবে না। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান মালিক বিরাট কোহলি। দিতে তার নেতৃত্বে স্বর্গ কখনোই হবে না। এটি বিরাট কোহলির ব্যর্থতা।

 

 

 

 

বিরাট কোহিলি রানের কাছে তার আইপিএল ট্রফি কিছু না। ২০২৫ এর সবচেয়ে ভালো টিম বাঙ্গালুরু। তাদের অনুযায়ী এই বার কাপ মারতে হবে। শুধু তাই না এই বিরাট কোহলি ও ভালো অবস্থায়। তার 18তম আইপিএল এ এই বার সেই হয়তো কাপ নিবে । এবার হয়তো তার কপালে জুটে যাবে আইপিএল। এবং এই বাড়ি হয়তো আইপিএল থেকে অবসর নিবেন । এভাবে তিনি টেস্ট ে অবসর নিয়েছেন সেভাবে নিবে। এবং তাদের সমর্থক দের অবশ্যই হতাশ করবে। আমরা তার কথা অনুযায়ী এটাই বুঝতে পেরেছি।


Tanvir Tanvir Farhan

86 블로그 게시물

코멘트