আমি আমার মতো 3

আমি আমার মতোই থাকতে পছন্দ করি। কার ভালো লাগে আর কার লাগে না তাতে আমার কিছু যায় আসে না।

লোকে বলে টাকায় নাকি সুখ পাওয়া যায় না। আমি বলি টাকায় সব পাওয়া যায়। এমনকি সুখ ও পাওয়া যায়। সুখের সকল প্রকারের পন্য সামগ্রিই টাকা দিয়ে কেনা যায়। বিলাসবহুল গাড়ি বাড়ি সব কিছু টাকায় পাওয়া যায়। 

বিলাসবহুল জীবন-যাপন করা সম্ভব টাকা থাকলে। টাকা থাকলে হাজারো মানুষ আপনার আপন হয়ে যাবে আর টাকা নাই আপনার কেউ নাই। আপনার মা ভাই বোন এরা ও কেউ পাশে থাকবেনা টাকা না থাকলে। আপনি যাদের আপন ভাববেন টাকা ফুরিয়ে গেলে সেই সব আপনজন রাই আপনাকে ভুলে যাবে।

আজকাল ভালোবাসা ও টাকায় পাওয়া যায়। টাকা হলে ভালোবাসার লাইন লেগে যায় আর না থাকলে মায়ের ভালোবাসা ও পাওয়া যায় না। যে ছেলেটা বেশি টাকা ইনকাম করে বড় মাছের মাথাটা সেই ছেলের পাতেই বারে।


Nil Pori

40 Блог сообщений

Комментарии