আমি আমার মতো ৪

আমি আমার মতো থাকতে ভালোবাসি।তাতে কার ভালো লাগে আর কার লাগে না তাতে আমার কিছু যায় আসে না।

আমি আমার মতো থাকতে পছন্দ করি। এতে কে কি বলে না বলে তা আমার দেখার বিষয় না।

আমি আমার নিজের দোষ গুণ নিয়েই পরে থাকি অন্যের সমালোচনা করার সময় আমার নেই। 

আমি সামনে এগিয়ে যেতে চাই পেছনের সবকিছু ফেলে সামনে এগিয়ে যেতে চাই। 

ভালো মন্দ দুই মিলেই মানুষ। আর আমার ও ভুল থাকতেই পারে তাই বলে সব ব্যর্থতা মেনে নিয়ে চুপচাপ বসে না থেকে দিগুণ সাহস আর শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই সফলতা অর্জন সম্ভব। 

আর সফলতা মানে টাকা উপার্জন করা। যে যত বেশি টাকা ইনকাম করতে পারবে সে জীবনে তত বেশি সফল হতে পারবে। 

টাকা ছাড়া তোমার সফলতা কেউ দেখবেনা।দেখবেনা তোমার পরিশ্রম। 

তাই আমাদের উচিত নিজের কাজকে সম্মান করা। ভালোবেসে হোক বা পরিশ্রম করে জীবনে টাকা ইনকাম করুন। 


Nil Pori

40 Blog postovi

Komentari