আমি আমার মতো

আমি আমার মতোই থাকতে পছন্দ করি। কার ভালো লাগে আর কার লাগে না তাতে আমার কিছু যায় আসে না।

আমি আমার মতো থাকতে ভালোবাসি। আমার ব্যবহার কার ভালো লাগে আর কার লাগে না তাতে আমার কিছু যায় আসে না। অন্যে কি ভাবলো না ভাবলো সে নিয়ে আমি কখনো মাথা ঘামাই না।

 

আমি কাউকে ভয় পাইনা আমার আল্লাহ কে ছাড়া। আমার আল্লাহ সবসময় আমার পাশে থাকেন। আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। 

 

আপন বলতে কিছু হয় না টাকা থাকলে সবাই আপন আর না থাকলে মায়ের পেটের ভাই ও পর হয়ে যায়। আজকাল টাকা ছাড়া কেউ আপন হয় না। বাপের ঘরে ছেলের জায়গা হয়না টাকার জন্য। আবার শশুর বাড়িতে ছেলের বউয়ের জায়গা হয়না টাকার জন্য। টাকা এখন নিত্যকার জীবনের সবচেয়ে আপন বস্তু যা সবাইকে আকর্ষণ করে। 


Md Elias

51 ब्लॉग पदों

टिप्पणियाँ

📲 Download our app for a better experience!