জমিনে জান্নাত ভালোবেসে তোমায় আমরা উপাস থাকি দিনে

ভালোবাসার আজব নিয়ম পবিত্র রমজানের খাবার-দাবার ঠান্ডা পানি থাকে আশেপাশে দেয় না বাধা পানাহার কোন পুলিশে

জান্নাত ভালোবেসে তোমায় আমরা উপাস থাকি ভালোবাসার আজব নিয়ম-কবিচে রমজানে. খাবার-দাবার ঠান্ডা পানি থাকে আশেপাশে. দেয় না বাধা পানাহারে কোন পুলিশে.           

 

তবুও সকাল খানাপিনা ত্যাগীয়া মমিন. ভালোবেসে তোমায় আমরা কে যে রাব্বুল আলামিন রোজার নূরে আলোকিত হয় কি যে অন্তর. তোমার স্নেহের ফুলে ফুলে হয় কি যে সুন্দর

 

কোরানিতে কি যে মধুর বাণী শুনি তারাবিতে. কি আমতল্য মধুর বাণী শুনে কোরানে তেলাওয়াত নুর তরঙ্গে যাই সব হারিয়ে মনে হয় কি কথা বলছে স্বয়ং রব? 

 

এক এক সেজদা ১ ১ রুকু কি যে মজাদার. কি চেয়ে অনন্ত স্নেহ দেন ফাহান সামান্দার. ইফতারি খায় আমরা খুশি হয় কে যে রব. মহাব্বতে কি যে মডেল হাই কি যে গো আজব. 

 

 ওমর উসমান আলী পড়তেন ২০ রাকাত. আল্লাহ নবীর ভালোবাসায় তারা তো উস্তাদ ২০ রাকাত এ ২০ টা রুকু ৪০ টা সিজদা. . নুরে তাহার অনন্ত হৃদয় হয় অরণ্য জিন্দা।, 

 

৩০ টি দিন কি আনন্দে কাটে দিবা রাত কসম খোদার মনে হয় এই জমিনে জান্নাত!!! 


Md Elias

51 Blog mga post

Mga komento