চোখের তারায় ভালোবাসা

আমাদের লাইফে কেউ না কেউ এসেছে দিন শেষে আমরা তাকেই খুঁজি এ হলো প্রিয় মানুষ

সাদিয়া আর রাকিব দুজনের গল্পটা শুরু হয়েছিল কিছু না ভেবেই না বলেই দুজন দুজনের জীবনে এসেছিল কথা ছিল স্বপ্ন মনে ছিল বিশ্বাস ওর সাথে চলতে চলতে একটা ভুল বোঝাবুঝি হল তারা একে অপরের দূরে সরে গেল এবং নিজেদের ভিতরে যা অভিমান সৃষ্টি হল সাদিয়া মনে মনে অনেক কষ্ট পেলাম আর ভাবতে লাগলো আমার মনে হয় আর হবে না।

রাকিব মনে মনে অনেক কষ্ট পেল এবং সাদিয়া থেকে দূরে সরে গেল দূরে সরে থাকলেও রাজিবের মন সাদিয়াকে নিয়ে ভাবতে লাগলো চোখের কোনে জল ও চায় না ও দূরে সরে যাক ঐ তো আমার হাসির কারণ

পপরদিন সন্ধ্যাবেলায় রাকিব একগুচ্ছ ছোট ফুল এবং একটি চিঠি নিয়েছে তাদের সামনে এসে দাঁড়ায় কাঁপা গলায় বলে ভুল হয়ে গেছে সাদিয়া আসলে আমি তোমাকে চাই ভুল বোঝাবুঝি না সাদিয়া কিছু না বলে কাপ হাতে ফুলগুলো নেয়

চোখের জল সামলাতে সামলাতে বলে ভালোবাসা মানে হলো একে অপরের হাত ধরে থাকা রাগ নয়, ভাঙ্গা গুলো জোড়া দিয়ে নতুন করে শুরু করব আমরা আবার

আরো একবার ভেঙ্গে যাওয়া টুকরোগুলোকে ভালোবাসাই মুড়ে তারা নতুন করে একসাথে পথ চলা শুরু করে


Araf Hassan

53 Blogg inlägg

Kommentarer

📲 Download our app for a better experience!