পবিত্র কুরআনে বর্ণিত বাণীর আলোকে মহান আল্লাহ তাআ\'লার পরিচয়ঃ

মহান আল্লাহ তাআ'লার নামের সুদৃশ্য ক্যালিগ্রাফি: অন্তর্জাল হইতে সংগৃহীত

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের সৃষ্টিকর্তা, লালনকারী, জীবনদাতা এবং সকল কিছুর মালিক। তিনি চিরঞ্জীব, চির অমর, চির অমুখাপেক্ষী। কারও সাথে তাঁর কোনো অংশীদারি নেই। তিনি কারও থেকে জন্ম নেননি। কাউকে জন্ম দেননি। সকল কিছুর উপরে অনিঃশেষ, অপরিমেয়, অতুলনীয় এবং অভাবনীয় ক্ষমতার অধিকারী। তাঁর বড়ত্ব পরিমাপ করা মানবীয় জ্ঞানের উর্ধ্বে। তাঁর শক্তি ও ক্ষমতা অফুরন্ত ও অবিনশ্বর। তিনি মালিকুল মুলক, সকল রাজার শ্রেষ্ঠ রাজা, রাজাধিরাজ। তিনি আহকামুল হাকিমীন, সকল বিচারপতির বিচারপতি। তিনি আকবার, কাবির, সকলের বড়, সবকিছুর বড়, তাঁর উপরে কেউ নেই। তিনি আউয়ালুল আউয়ালিন, তাঁর পূর্বে কেউ ছিল না। তিনি আখিরাল আখিরীন, তাঁর পরেও কেউ থাকবে না। তিনি কোন কিছু ইচ্ছে করলেই হয়ে যায়। তাঁর ইচ্ছাই চূড়ান্ত। তাঁর কাছে কেউ কৈফিয়ত চাওয়ার অধিকার কারও নেই। এই জগত জাহান তাঁর ইচ্ছার বহিঃপ্রকাশ। তিনি নিজেকে প্রকাশ করতে চেয়েছেন বলে বিশ্বজাহানের সকল কিছুর সৃজন। তিনি ইচ্ছে করেছেন বলে মানব দানব কুল কায়েনাতের সৃষ্টি। তিনি ইচ্ছে করেছেন বলে ভূমন্ডল নভোমন্ডলের এই নয়নাভিরাম সৌন্দর্য্য সত্ত্বালাভ করেছে। আবার তিনি ইচ্ছে করলেই সুন্দর এই পৃথিবী এবং তামাম সৃষ্টিকুল ধ্বংসের মাধ্যমে কায়েম হয়ে যাবে বিভীষিকাময় কেয়ামত। তাঁর ক্ষমতা, তাঁর পরিচয়, তাঁর গুণাবলী, তাঁর বৈশিষ্ট্য, তাঁর বড়ত্ব, তাঁর মহত্ব, তাঁর শ্রেষ্ঠত্ব, তাঁর ব্যাপ্তি ও ক্ষমতার অতি সামান্যই আমরা অনুধাবন করতে পারি, উপলব্ধিতে ধারণ করতে পারি, মানব কল্পনায় ঠাঁই দিতে সক্ষম হই। পবিত্র কুরআনুল হাকিমের অনেক আয়াতে বিভিন্ন সূরায় তাঁর পরিচয় বিবৃত হয়েছে। চলুন, প্রিয় পাঠক, এমন কিছু আয়াত এবং সেগুলোর অনুবাদ পাঠ করি আজ। আশা করি, নিশ্চয়ই ভালো লাগবে-

 

আল্লাহ এক ও একক, সকল কিছু সম্মন্ধে তিনি সুপরিজ্ঞাতঃ

 

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

 

বলুন, ‘তিনিই আল্লাহ্‌, এক-অদ্বিতীয়। -সূরা আল ইখলাস, আয়াত ০১

 

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَـٰنُ الرَّحِيمُ

 

তিনিই আল্লাহ্‌, তিনি ব্যতীত কোন ইলাহ্‌ নাই, তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা; তিনি দয়াময়, পরম দয়ালু। -সূরা আল হাশর, আয়াত ২২

 

ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ ۖ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ

 

তিনিই তো আল্লাহ্‌, তোমাদের প্রতিপালক; তিনি ব্যতীত কোন ইলাহ্‌ নাই। তিনিই সব কিছুর স্রষ্টা; সুতরাং তোমরা তাঁহার ‘ইবাদত কর; তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। -সূরা আল আনআম, আয়াত ১০২

 

মহামহিমান্বিত রাজাধিরাজ একমাত্র তিনিইঃ

 

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ

 

তিনিই আল্লাহ্‌, তিনি ব্যতীত কোন ইলাহ্‌ নাই। তিনিই অধিপতি, তিনিই পবিত্র, তিনিই শান্তি, তিনিই নিরাপত্তা বিধায়ক, তিনিই রক্ষক, তিনিই পরাক্রমশালী, তিনিই প্রবল, তিনিই অতীব মহিমান্বিত। উহারা যাহাকে শরীক স্থির করে আল্লাহ্‌ তাহা হইতে পবিত্র, মহান। -সূরা আল হাশর, আয়াত ২৩

 

সকল কিছুর সৃষ্টিকর্তা ও উদ্ভাবক তিনিইঃ

 

هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

 

তিনিই আল্লাহ্‌, সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রুপদাতা, তাঁহারই সকল উত্তম নাম। আকাশমন্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে, সমস্তই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। -সূরা আল হাশর, আয়াত ২৪

 

তিনি চির অমুখাপেক্ষীঃ

 

اللَّهُ الصَّمَدُ

 

‘আল্লাহ্‌ কাহারও মুখাপেক্ষী নন, সকলেই তাঁহার মুখাপেক্ষী। -সূরা আল ইখলাস, আয়াত ০২

 

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ


likhon234

5 Blog indlæg

Kommentarer