পারিবারিক জীবন

যৌথ পরিবারের লোকজন কতটা অসহায় আর কতটা অযত্নে থাকে তা কেবলমাত্র তাঁরাই জানে যারা যৌথ পরিবারে থাকে।

(যৌথ পরিবার) 

নাম টাতে যতটা আপন মনে হয় বাস্তব এ সম্পূর্ণ তার উল্টো টা। এখানে সবাই মিলেমিশে থাকলেও কেউ কারোই  আপন না। সবাই নিরুপায়। তাই সবাই না চাইলে ও এক পরিবারে থাকতে হয়। 

যৌথ পরিবারে কখনো কেউ সুখী হতে পারে না সবাইকে শুধু থাকতে হবে তাই মিলেমিশে থাকে। 

যৌথ পরিবারের দৈনন্দিন কাজের একটা হলো মারামারি। 

ছোট ছেলে মেয়ে দের নিয়ে রোজ কিছু না কিছু ঝামেলা হয়েই থাকে। হয়তো বাচ্চারা ঝগড়াঝাটি করে না হয় মারামারি করে। যার কারণে তাদের মায়েদের হাতে তাদের দৈনিক মার খেতেই হয়।

আরো একটা সমস্যা হচ্ছে মোবাইল। এটা যখন যেখানে পাচ্ছে দেখছে ফলে পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে। 

সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে খাবার। 

এটা যদিও লজ্জা জনক তবুও বলতে বাধ্য হচ্ছি। মায়েরা তাদের সন্তানদের কে ঠিক মতো পুষ্টিকর খাবার দিতে ব্যর্থ হয়। নিয়ম করে তিন বেলায় মাছ মাংস দূর একটু দুধ ও দিতে পারে না। 

এতে বাচ্চারা দিন দিন না খেয়ে অসুস্থতায় ভুগে। 

আর মায়েদের খাবারের কথা না হয় বাদই দিলাম। তাদের মনের অবস্থাই তো ব্যক্ত করা সম্ভব হয়না আবার বলবো খাবারের কথা।।।। 


Nil Pori

40 Blog indlæg

Kommentarer