গ্ৰামর কথা মনে পড়লেই মনে শান্তি অনুভব হয় । শহর আর গ্ৰামের মধ্যে অনেক কিছুই পার্থক্য।আপনি শহরে যতটা শান্তি পাবেন না সেই শান্তি গ্ৰামে এসে পাবেন।গ্ৰামের আঁকাবাঁকা রাস্তা থেকে শুরু করে গাছ গাছালির সবকিছু যেন মন কেড়ে নেওয়ার মতো।গ্ৰামের চারিদিকে পাখির কোলাহল শুনতে অনেক ভালো লাগে। আর শহরের যানবাহনের চলাচলের আওয়াজ শুনতে শুনতে অনেক বিরক্তিকর মনে হয়। গ্ৰামের শান্তিপূর্ণ বাতাস শরীরের পাশাপাশি মনকেও শান্ত করে দেই।
Juboraj Hajong
15 블로그 게시물