রমজান মাসে ৩০ টা রোজা রাখা মুমিনদের জন্য ঈমানদারদের জন্য সহজ৷ কিন্তু অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যায় তবে তবে সৃষ্টিকর্তা ওই ত্যাগটাকে ইবাদত হিসেবে গ্রহণ করেন৷
আমাদের না খেয়ে থাকা কারিবাদাত করা ধৈর্যধারণ করা চোখের সামনে অনেক খাবার থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে পানাহার করা এটুকুই আমাদের সৃষ্টিকর্তা এক ধৈর্য৷
নারী পুরুষ সবার রোজা থাকা ফরজ নামাজ ফরজ হজ যাকাত সামর্থ্য অনুযায়ী সবার দিতে হবে আমরা টাকার পিছনে ছুটে অনেক সময় মনে করি টাকার পিছনে ছুটে কি হবে৷ কিন্তু প্রয়োজন মেটাতে যায় ঠিকই টাকার গুরুত্বটা সবাইকে অভাব বোধ করে৷
অর্থ সম্পদ এগুলোর মাধ্যমে এখন বর্তমান সমাজ পরিচালিত হয় ইসলামিক সমাজ পরিচালনা মানুষের মধ্যে কিছুটা হলেও শান্তি বৃদ্ধি পেত৷
কিন্তু ইসলামিক সমাজ প্রতিষ্ঠার জন্য একটা ইসলামী শাসক প্রয়োজন৷ আর সেই ইসলামিক শাসক তাকে আমাদের পক্ষ থেকে বাছাই করে৷ প্রতিষ্ঠিত করা এত সহজ নয়৷ আমরা মনে করি ইসলামিক শাসন আসলে আমাদের স্বাধীনতা হবে কিন্তু এটাই যে আমাদের আসল সফলতা আমরা অনুভব করি না৷
স্বাধীনতা নামে প্রতিদিন নিজেকে ঠকিয়ে যাচ্ছি নিজের পরিবারকে ঠকিয়ে যাচ্ছি এটা আমরা বুঝিনা৷
পরকালে আমাদের হিসাব হবে ওই হিসাবের দিনে সৃষ্টিকর্তা আমাদেরকে আমাদের এই ঠকে যাওয়া বিষয়গুলো দেখিয়ে দিবেন কিন্তু তখন আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না৷