ভালোবাসা বলতে শুধু ভালোবাসে বললে বোঝায় না: তোমার মনের ছোট ছোট অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া। তোমার নীরবতাকে বুঝে ফেলা। একটু কথা ছাড়া কথা বলা ভালোবাসা মানে প্রতিদিন একটু একটু বেশি ভাবা।
ভালোবাসা মানে হল তুমি কেমন আছো, সেগুলো জানার আগ্রহ তুমি কি করছ। ভালোবাসা মানে হলো শুধু হাতে হাত ধরো না ভালোবাসা মানে হলো হৃদয়ের টান। যা দূরত্বেও কমেনা সময়ও ভাঙ্গে না তুমি রাগ করলে নিজের মন খারাপ হওয়া তুমি খুশি হলে নিজের জীবনটাকে সুন্দর মনে করা।
ভালোবাসা মানে হলো একসাথে বড় বড় স্বপ্ন দেখা ছোট ঝগড়ার ভিতর ভালোবাসা খুঁজে নেওয়া ভালোবাসা মানে একে অপরের পাশে দাঁড়ানো ভাঙ্গা গুলো জোড়া দেওয়ার জয়গুরু উদযাপন করা তুমি আমার কাছে মানুষ না তুমি আমার কাছে একটা অনুভূতি। একটা চেনা গন্ধ, একটা নিশ্চয়তা নিরাপত্তা। তোমাকে পেলে মন শান্তি পায় আর হারানোর ভয়ে বুক ধকপক করে। তাই আমি বলি ভালোবাসা বলতে শুধু ভালবাসি বলাটা কে বোঝায় না ভালোবাসা মানে তুমি। ভালবাসলে তার মনের অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে হবে তার মন খারাপের সঙ্গী হতে হবে। তার হাত ধরে তার দুঃসময়ে সারা জীবন পাশে থাকতে হবে। একটা বিশ্বস্ত সঙ্গী হতে হবে।