আমার জীবনের গল্প পর্ব ৬০

অনলাইনের কোন প্ল্যাটফর্ম থেকে নেওয়া না সম্পূর্ণ আমার জীবনের গল্প তুলে ধরছি

আজ অনেকদিন পর আমাদের পুরাতন গাড়িটায় আমরা উঠেছিলাম গাড়িটা তো অনেক মায়া জড়িয়ে আছে জায়গা এটাকে ভুলতে পারিনা গাড়িতে উঠার পর এখন আমরা ঘুরতে বের হলাম তখন মনে হল সেই দিনগুলোর কথা যে দিনগুলোতে আমরা এই গাড়িতে দিনরাত ঘুরতাম৷ 

অনেক মিস করি সেই দিনগুলোকে এখন আমরা নতুন গাড়ি ছড়ানোর একটা অন্যরকম মজার কিন্তু অন্যরকম৷ এখানে উঠলে আগের দিনগুলোর ঘরটা মনে পড়ে কিংবা তুই কি মনে করার কিছু নাই৷ 

চারপাশের আমাদের জীবন স্মৃতি তৈরি৷ 

ভবিষ্যতের কথা আমরা যেমন ভাবি অতীতের কথাও আমরা তেমনি ভাবি কিন্তু এগুলো কারণ থাকে ভবিষ্যতের কথা ভেবে আমরা আনন্দ পাই কখনো অনুশোচনা করি কিন্তু অতীবের কথা ভেবে অগ্রা অতীতে ফিরে যাই৷ 

মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বর্তমান থেকে ভালো করার চেষ্টা করেন সুখী বরিশাল৷ আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদের মনে মনে ক্ষতি করার চেষ্টা করে৷ 

আমাদের ভালো নিয়ে তাদের কোন তারা নিজেরা ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে একবারের জন্য ভাবে না৷ এরা কিভাবে শান্তিতে ঘুমায় জানিনা মানুষের ক্ষতি করে রাত্রে ঘুমানো আমার পক্ষে অসম্ভব৷ 

কখনো কারো ক্ষতি করতে চায় না আমার জন্য কেউ কখনো কষ্ট পেতে আমি চাইনা আসলে ভালো হয়ে থাকতে গেলে কষ্টের তবুও করতেই হবে এটাই দুনিয়ার নিয়ম হয়ে গেছে এখন৷ 

আপনি আপনার আশেপাশে সবার দিকের লক্ষ্য করলে দেখবেন যে স্বার্থপর সবাই স্বার্থপর হয়ে গেছে নিজের স্বার্থ ছাড়া জন্য কেউ আপনার জন্য এক পাও হটবেনা আপনি এটা করতে পারবেন কিন্তু আপনার কিছু বলার থাকবে না জোর করে মানুষের কাছ থেকে পাওয়া গেলেও শুভ হোক করা সম্ভব নয়৷ 


Ariful Hasanrakib

146 Blog posts

Comments