নারী-পুরুষ সমান অধিকার চাইবে কেন।

আমাদের অধিকার তো এমনিতেই বেশি। আমরা বাবার রাজকন্যা বরের রাজরানী সন্তানের স্নেহময় জননী।

আমার বাবাও স্বামীর দুইদিকে সম্পত্তির অধিকারী। বিয়ের আগে বাবার দায়িত্ব ছিল, আমাদের খরচ চালানো বিয়ের পর স্বামীর দায়িত্ব আমাদের খরচ চালানোর। নিজেরা যা ইনকাম করে সেটা হয়তো নিজের সব থেকে কিংবা দায়িত্ব থেকে ইনকাম করি। ইচ্ছা হলে সংসারে দিলাম, ইচ্ছা না হলে সংসারে দিলাম না। অনেকের হয়তো অপশন নাই। অনেকের সংসারে খরচ চালাতে হচ্ছে না দিলে হয় না এগুলো আলাদা ব্যাপার যাইহোক নারী পুরুষের সমান অধিকার চাইবে কেন এটাই আমাদের মাথায় আসেনা আমাদের অধিকার তো এমনিতেই বেশি তাদের সাথে একমত হতে পারলাম না আমাদের সংসারের পুরুষেরা মহিলা হয়ে আমাদের ছাদ হয়ে থাকুক ।একটা পুরুষই জানে সংসার চালানোর কষ্ট। সে যখন সন্তান এর মুখের দিকে তাকিয়ে বাইরে যায় দিনশেষে সন্তানের জন্য যখন পরিশ্রম করে আনে শুধুমাত্র এই সন্তানের মুখের হাসির জন্য তারা এত কষ্ট করে। পুরুষেরাই জানে এক বেলা ভাতের কি মূল্য। তারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে। শুধুমাত্র স্ত্রীর সন্তানের পরিবারের মুখের দিকে তাকিয়ে আর এ সকল পুরুষেরাই সারা জীবন ব্যর্থ থেকে যায় সংসারের মূল চাবি হলো একটা পুরুষ।


Araf Hassan

53 وبلاگ نوشته ها

نظرات

📲 Download our app for a better experience!