অধিকার ছেড়ে দেওয়ার বিরম্বনা বোঝো!

আকাশে উড়ে বেড়ানো পাখি যখন খাঁচায় বন্দি করা হয়। তখন সে মুক্তির জন্য কেমন ছটফট করে দেখেছো।

আমিও দেখেছি তুমি আমার থেকে মুক্তি পাওয়ার জন্য কেমন ছটফট করতে বন্দী পাখির মত আমিও সময় সুযোগ খুঁজছিলাম হন্য হয়ে তোমাকে মুক্তি দিতে পারলে যে আমারও দায়সারা হয় তুমি স্বাধীন চেতা মানুষ তোমার স্বাধীনতা প্রয়োজন প্রেম কিংবা মায়ার সকল তোমার জন্য নয় তুমি পাখির মতো উড়ে বেড়াতে চাও আকাশে আকাশে বুকের খাঁচায় বন্দি করে মায়ার জালে আটকানো যায় না অবশেষে যখন তোমায় মুক্তি দেওয়ার পালা এল তখন আমি সমস্ত অধিকার বলে তোমাকে মুক্তি দিলাম তোমাকে অবমুক্ত করে দিয়ে যে এই হাফ ছাড়তে যাব, ঠিক তখনই তুমি উড়ে যাওয়ার আগে আমাকে স্বার্থপর বলে গেলে। আমিও হাসি মুখে মেনে নিলাম।

আমি সত্যিই স্বার্থপর যে বুকের খাচায় বন্দি হতে চায় না তাকে মুক্তি দাওয়াই ভালো কাউকে অবরুদ্ধ করে জোর খাটানো যায় না। জোর খাটিয়ে কত দিনই বা রাখা যায়। ঠিক মনে অশান্তি থেকেই যায়। না পারব তোমার প্রিয় কেউ হতে দিনের পর দিন শুধু অবহেলা করে যাবে। আমি সত্যিই তোমাকে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি থাকতে চাও নি। সবকিছু জোর করে করানো গেলেও মন মত হওয়া যায় না। তাই তুমি যখন মুক্তি দেওয়ার কথা বললে ঠিক তখনই আমি মেনে নিলাম জোর করে কতদিনই বা তোমাকে ধরে রাখতে পারব। তাই সবকিছু চুপ করে তোমার কথাই মেনে নিলাম, তোমার সুখের কথা ভেবে ।কাউকে অবরুদ্ধ জোর খাটানো যায় না। অধিকার আদায় করা যায় না। যাও তোমাকে মুক্ত করে দিলাম। কি বার বলবো। 


Araf Hassan

53 وبلاگ نوشته ها

نظرات

📲 Download our app for a better experience!