ব্যর্থতা জীবনের কিছুই নয়

ব্যর্থতা জীবনের কিছুই নয়

জীবনে আপনি অনেকবার ব্যর্থ হবেন।তাই বলে থেমে থাকলে চলবে না। পৃথিবীর মত বড় বড় মহৎ মানুষ রয়েছেন সবাই একবার না একবার ব্যর্থ হয়েছে।আপনিও চাইলে তাদের মত করে নিজের জীবন টা গুছাতে পারেন।তার জন্য শুধু নিজের প্রতি আত্মবিশ্বাস আর অক্লান্ত পরিশ্রম থাকলেই যথেষ্ট। এমনি এমনি জীবনে কখনো সাফল্য আসে না।তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। এই চিন্তা টা মাথায় রাখলে আপনিও সফল হতে পারবেন 


Juboraj Hajong

15 Blog Postagens

Comentários

📲 Download our app for a better experience!