মনো সুদর্শনী আবারো একদিন ঝুম বৃষ্টি হবে

ঝুম বৃষ্টিতে আপনি বারান্দায় হাজির হবেন লম্বা কালো ঘন চুলগুলো থাকবে মুক্ত

ঝুম বৃষ্টি হচ্ছে বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি বৃষ্টি দেখা ।সাথে পাশে জানালার গ্রিল কে ছুয়ে রাখা ।আরেকটি চেনা মাটির পাত্রে এক কাপ চা। এক মগ ভর্তি চা এক কাপ চায় চিনি বেশি দেওয়া, আমি আসবো বলে একসাথে চা পান করার প্রস্তুতি নিয়ে রাখা ।আবারো একদিন ঝুম বৃষ্টি হবে আপনি বারান্দায় হাজির হবেন লম্বা কালো ঘন চুলগুলো থাকবে মুক্ত ।হাতে থাকবে বাম উঠা বরতে একমত চা দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করা। আমি কথা দিয়েছি আমি আসবো। তাই আপনি অপেক্ষায় রয়েছেন। এমন কোন দৃশ্য দেখার যে আমি নীল রঙের ছাতা মাথায় খুঁজে আসছি সেই মোড়ের রাস্তা হতে আপনি সেই দৃশ্যের কাল্পনিক মুহুর্তে মুগ্ধ হয়ে থাকবেন। অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন। বৃষ্টি আরো বেড়ে যাবে, হয়তো এই বছরের রেকর্ড করা বৃষ্টি হবে। আরো বৃষ্টি, আরো বৃষ্টি, সে অনবরত বৃষ্টির অপেক্ষায় থাকা। অপেক্ষার আগ্রহ আরো তীব্র হয়ে ওঠা। অপূর্ণতায় ঘেরা ডায়েরির পাতায় আজও খুজে পূর্ণতা ।তবে দেখা দেয় না আমাকে লুকোচুরি খেলছে বছরের পর বছর। তবে কি আমাদের ভালোবাসার পূর্ণতা হবে না। যদি পারতাম তোমার হাতটি ধরে গন্তব্যহীন রাস্তায় পা দিতাম, হারিয়ে যেতাম বহুদূরে।


Araf Hassan

53 博客 帖子

注释

📲 Download our app for a better experience!