ভালোবাসা মানুষকে স্বপ্ন দেখায়

মানুষের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত যখন কেউ তাকে ভালোবাসে যখন কারো কাছ থেকে সে মূল্য পায়

যখন প্রাণ ভরে বুকের কঠরে কেউ আঁকড়ে ধরে রেখে যাচ্ছে তাই রকমের ভালোবাসে। চোখ দেখে মনে হয় সে কিছু একটা নিয়ে ভালো আছে। তার চোখে ভালোবাসার ছাপ দেখা যাচ্ছে। কাউকে নিয়ে কল্পনা করছে। তার হঠাৎ আন মনে হয় মন খারাপের একটা গল্প লেগে থাকে।

তার স্বভাবের সহনশীলতা, ঠিক যেমন একটা রঙিন কৃষ্ণচূড়া বেড়ে উঠেছে ।তাড়াহুড়োতেও তার কাজল পরা, ভাঙা গলায় দোলায় গুনগুন করে গেয়ে ওঠা, ভাতের থানায় অগোছালো ভাব, অপেক্ষা করা পাশ বালিশের সাবধানে মুখ রাখা। মানুষ ভালোবাসা পেলে বড্ড মাটির পাশাপাশি চলে যায়। সেতো হয়ে যায় জীবনের অংকে। ভুল করে একটু একটু করে হারাতে থাকে নিজেকে। চিনিয়ে দিক,ভুলগুলো ধরিয়ে দিক মেঘলা হতে শেখা। কানের পাশে চুল সরিয়া আড়ারি ভাবে দেখাও। অসম্ভব খারাপ দিনের শেষে তবুও তোমার অপেক্ষায় আছি। তোমার থেকে বেশি কিছু চাচ্ছি না চাইও না ।অন্যের সাথে কখনো তোমাকে মেলাতে পারব না। জানিনা কখন আমার হবে কিনা, তবে আজও তোমার অপেক্ষায় আছি। শুধু তোমার সেই ফেলে আসা দিনগুলো স্মৃতি নিয়ে এখনো বেঁচে আছি ।ভালোবাসা মানুষকে একটা সুন্দর জীবন দিতে পারে, ঠিক তেমনি সুন্দর জীবনটাকেও অগোছালো করে দিয়ে যেতে পারে। ভালোবাসা যেমন সুন্দর তেমন ভয়ানক। 


Araf Hassan

53 Blog mga post

Mga komento