জীবনটা কতই না কঠিন!

আজকে মরে গেলে কালকে কারো মনে থাকবে না অথচ এই জীবন নিয়ে কত কাহিনী।

  • মানুষ রূপে আমি আজ জানলাম সীমার মধ্যেও সময়ের বাঁধনে শরীরের ক্লান্তিতে আবেগের সংঘাতে। অথচ ভেতরে থেকে গেল সেই মেঘ স্মৃতি ।এখনো সংগ্রাহীন ভ্রমণ এক অন্তহীন স্বাধীনতা যা আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। সেইতারনার ভাষা নেই। তা বোঝা যায় কেবল অনুভবে। আমাদের দৃষ্টি এক অদ্ভুত হয়ে থাকে না। কোথাও আমি বিভিন্ন জিনিসকে এই ভাবেই মেনে নিই। আমি নিজেকে যেমন মেঘের সাথে একতা অনুভব করি। সেও আমার কাছে মেঘের মতোই এখন যেমন মেয়েগো কখনো সম্পূর্ণ ধরা দেয় না। তারা আসে না ঢাকে কাপায় আবার মিলিয়ে যায় ।আজ সে নেই থাকলেও নেই বেঁচে আছে। পৃথিবীর অন্য প্রান্তে। আমার মত সেও হয়তো মেয়েদের দিকে তাকিয়ে ভাবুক। হয়ে যায় কখনো কখনো না হলেও আমি এমনটাই ভাববো এতে ভালো থাকা যায়। আমি জানি এই জীবন আমার প্রাপ্তি নয়। আমার প্রাপ্তব্য নয়। বরং তা একদণ্ড যা আমায় শেখায় সীমার মানে। দায়িত্বের বোঝা। ভালোবাসার অনিবার্য অপূর্ণণতা। অথচ এসব শিক্ষা নিতে নিতে মাঝে মাঝে আমার সেই পুরাতন সত্তা ।হঠাৎ মাথায় তোলে মেঘ হয়ে উঠতে চায়। আবার যেন কোন এক চেহারা সেই মেয়েকে মিশে রয়েছে। একটি মুখ এক জোড়া চোখ একটি মৃদু হাসি কথা বলতে গিয়েও বড্ড বেশি কঠিন বিষয়ে চলে যাচ্ছি। আমার জন্য কঠিন তবে সেই সত্তার কথা খানিকটা বলে। তোমাদের সে ছিল একমাত্র আভাস মাত্র। এখন আমি এ ব্যাপারগুলোকে এভাবেই ব্যাখ্যা করি সম্পূর্ণরূপে ধরা দেওয়ার সুযোগ সে কখনো পায়নি। এই আক্ষেপ তার চেয়ে হয়তো আমার অধিক। হলেও বাকি আমি বিভিন্ন জিনিসকে এভাবে মেনে নেই। আমার বড় বেশি একটা আপত্তি থাকে না.। 

Araf Hassan

53 博客 帖子

注释

📲 Download our app for a better experience!