প্রিয়তমা Wi-Fi!

প্রিয়তমা তুমি কি জানো তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমাকে ছাড়া আমি শূন্যতা অনুভব করি

ওয়াইফাই তুমি না থাকলে আমার সবকিছু নো কানেকশন দেখায়। কেমন যেন শূন্যতা লাগে। এই কটা দিন তোমাকে না দেখে এমন ফিল হচ্ছে যেন চাটা লাল হয় না। হয় হালকা সবুজ হয়ে গিয়েছে। বিস্কুটও যেন মুখ ভার করে তাকিয়ে থাকে ভাবি কই গেলেন। তুমি না থাকলে মনে হয় কেন আমার দিকে ঘুরছে। ঘুরে কইছে তুমি না থাকলে মনে হয় ফ্যান ও আমার দিকে ঘুরে কইছে ভাই আর ঘুরতে পারি না। ভাবির অভাব লাগতাছে ।তোমার স্যান্ডেল টার দিকে চেয়ে মনে হয় এটা এখন বেকার তোমার মত কেউ নেই যে পায়ে দিয়ে রাজত্ব করবে ঘরে। আর আমি আমি তো তোমার ছবির দিকে তাকিয়ে এতক্ষণে একটা গান গাইতেছি তুমি যে আমার ও তুমি যে আমার। তোমার হাসিটা মিস করছি। তোমার রাগ দেখানোটা মিস করছি এমনকি তোমার সেই না বলা কিন্তু আসলে হ্যাঁ বোঝানোর স্টাইলটা মিস করছি ।তুমি ফিরে এসো তাড়াতাড়ি নইলে আমার সব জামার বোতামও মন খারাপ করে ফেলবে। তোমারই চার্জার তোমায় ছাড়া লাল হয় না। আমি তোমাকে ধীরে ধীরে বুঝতে শিখলাম। আসলেই এখন তোমাকে ছাড়া একটা সেকেন্ড বসে থাকা অসম্ভব। আমি তোমাকে ছাড়া কিছু বুঝতে চাই না ওয়াইফাই। তুমি কেন চলে যাও বারবার রাগ করে। 


Araf Hassan

53 ブログ 投稿

コメント

📲 Download our app for a better experience!