টাকা দিয়ে সুখ কেনা যায় না।

যারা ঠোঁটের কোণে একটা কৃত্রিম শুষ্ক হাসি দিয়ে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না কুড়ে ঘরেও সুখে শান্তিতে থাকা য

তারা মূলত গরিব থেকে সর্বোচ্চ মধ্যবিত্ত তাদের কাছে আসলে টাকার প্রয়োজনে একাকালীন হাতে 5000 টাকা পড়ে থাকে না। খুব হিসাব নিকাশ করে বাজার সদাই করতে হয় ।ছেলে মেয়ে পরিবারের আবদার পূরণ করতে হয়। ছেলে মেয়ে পরিবার পূরণ করতে সমর্থ্য না তারা জামা কাপড় ছিড়ে গেলে কেবল নতুন আসে ।কারো কারো দিনে দুবেলায় বেশি খাবার জোটে না। খেতে পেলে আবার ঠিকঠাক শুতে পায় না। রোগ শোক মিলিয়ে মোটামুটি এক প্রকার অভাব অনটন লেগেই থাকে। দিনশেষে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে তারা মনে প্রাণে বিশ্বাস করে টাকা থাকলে অবস্থার একটু উন্নতি ঘটানো যেত ।করে ঘরের ভাঙ্গা দরজা থেকে যখন হো হো করে বাতাস ঢোকে তখন গায়ে দেওয়ার মতো পর্যাপ্ত উৎসব কাপড় তাদের থাকে না। না থাকে ফটো চাল থেকে পড়া বৃষ্টির পানি ঠেকানোর উপায়।

টাকার সাথে সুখের সম্পর্ক সমানুপাতিক। আপনার কাছে অঢেল টাকা আছে তো আপনি সুখী ।ডুপ্লেক্স বাড়ি পার্কিংয়ে ফেরারি গাড়ি বাথরুমে গিজার আর ডাইনিং এ মুখরোচক খাবার সবই আপনার। টাকা আছে তো আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সব আপনার তাইলে বাঘের চোখও জোগাড় করে ফেলতে পারবেন। কেউ হয়তো এখানেও নীতিকথা ঝরবে ।যে সব থাকলে সুখী হওয়া যায় না নীতি কথা বলে বেড়ানো এসব লোকজন বাস্তব জীবনে অসুখী। এক প্রকার মানবতর ভাবে বেঁচে থাকে তারা স্বাদ আর শ্রাদ্ধের মধ্য সব সময় বৈরী সম্পর্ক বিরাজ করে। এভাবে তাদের দিন চলে যায় আর এক সময় জীবন আবাসন ঘটে।


Araf Hassan

53 Blog Beiträge

Kommentare

📲 Download our app for a better experience!