কেউ যখন আপনাকে ভালোবেসে ফেলবে তার কথাবার্তা আচরণ কণ্ঠস্বর সবকিছু আপনাকে মুগ্ধ করবে তার ব্যাপারে মুগ্ধ হওয়া ভালোবাসা ছাড়া আর কোন অভিযোগ থাকবে না আপনার যে আপনাকে ভালবাসতে পারেনি তার কাছে আপনার আবেগ সবকিছুতে বিরক্তি স্থাপ থাকবে আপনার ভালবাসা আবেক্ষন সঠিক তার কাছে ন্যাকামি মনে হবে মুখে মুখে ভালবাসি বললেই ভালোবাসা হয় না একজন আরেকজনের জন্য কষ্ট হবে কথা না বললে অস্থির অস্থির লাগবে বুঝে নেবেন আপনাদের মধ্যে ভালোবাসা টাই হয়েছে কিন্তু যখন তার চোখে আপনার জন্য বিরক্তি সাপ দেখতে পাবেন অবহেলা দেখতে পাবেন তখন বুঝে নেবেন সে আপনাকে ভালোবাসে না আসলে কিছু মানুষ এমনই হয়ে থাকে তাদের মায়ায় জড়াবে তাদের ভালোবাসায় জড়াবে জড়িয়ে আবার এমন ভাবে ব্যবহার করবে যেন তার থেকে দূরে সরে আসে সে মুখে বলতে না পারলেও সে কিন্তু কাজে বুঝিয়ে দিবে যে আমার থেকে তুমি দূরে চলে যাও এমনটা তবে এরা মানুষ পোড়াতে খুব খুব পড়াতে পারে কিন্তু যার কাছে হৃদয় রেখেছি তাকে কি করে পড়াবো তার হৃদয় তো আমার কাছে নেই সে মোমের মত আমাকে পোড়াতে পেরেছে আমিও কিন্তু মানুষ পড়াতে জানি কিন্তু সবার মত আমি হতে পারি না সবার মত হতে পারি না মানুষ পরিবর্তনশীল কে কখন পরিবর্তন হয়ে যাবে তার ব্যবহার দেখলেই বোঝা যাবে মানুষ যেখানে মূল্য পায়না সম্মান পায় না সেখানে কেউ থাকতে চায় না যে আপনাকে ভালোবাসে আপনি তার কাছেই যান
Araf Hassan
53 ブログ 投稿