মানুষ একটু শান্তির জন্য সবকিছু করতে পারে

মানুষ শখ করে মন খারাপ করে না কেউ আদর করে একাকীত্ব পোষেনা কেউ ভালবেসে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় না

তুমি চলে যেতেই পারো জানান দিতে হবে এমন না আর যারা না দিয়ে গেলে তো তোমার প্রতি কৃতজ্ঞতা আমাকে তোমার ফিরে আসার পথে চেয়ে থাকতে হলো না তুমি ছেড়ে যাবে বলে আমার কষ্ট হবে বলবো না অভিশাপ দিব না অনেক অনেক দোয়া তোমার জন্য শুভকামনা ও অভিনন্দন তোমার সুখটাই চেয়েছি সেই সাথে হয়তো তোমাকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম সেটা আর হবেনা সুখ হয়তো আমার কষ্ট পয়সার সন্ধি চুক্তি করতে নারাজ হয়ত আমার কালো চামড়ার আপোষ করবে না তাই বলে এমন না যে তুমি চলে গেলে আমার নিঃশ্বাস ফুরিয়ে যাবে হয়তো আমি গন্তব্যহীন হয় তো ভুল পথে কেটে যাবে তুমি অব্দি পৌঁছাবে নয়তো তোমার সুখে পাগল হয়ে ঘুরবো রাস্তায় রাস্তায় চলে যেতে চাও আপত্তি নেই তোমার সুখের পথে কাঁটাতারের বেড়া দিয়ে কখনো আটকাবো না শুধু জেনেছেও চলে গেলে একবারে যেও ফিরে তাকিও না আর পেছনে ফিরে ভালোবাসা এক ধরনের অদৃশ্য আগুন সেটা কিনা বিশ্বাস ভাঙ্গন বারুদের কাটিতে জলে তুমি চলে গেলে বিশ্বাস ভাঙ্গন বারুদে কাঠের ঘর্ষণে পুড়ে ছাই হয়ে যাব আমি আমি লোহার কিংবা পাথর কংক্রিট নয় যে আগুনে পোড়ালে লোহা কিংবা পাথরে থাকে ছাই হয় না আমার ভালবাসা বিশ্বাস লোহা নয় চলে গিয়ে ফিরে আসলে হয়তো আমাকে পাবে ভালোবাসা আর ততদিন ছাই তাই বলছে চলে গেলে যেতেই পারো আফসোস আপত্তি কোনটি নেই কিন্তু অতি স্মৃতি বুকে জ্বালিয়ে কখন ফিরে আসার চেষ্টা করো না কখনো না জেনে রেখো ছাই এর ভেতরেও সুপ্ত আগুন থাকে যা না দিলে তুমি জ্বলে পুড়ে যাবে আমারই মত


Araf Hassan

53 ブログ 投稿

コメント

📲 Download our app for a better experience!