জীবনের গল্প (২)

জীবনের কিছু কথা কিছু সৃতি সারাজীবন মনে থাকবে,।

ছোটো বেলাটায় অনেক ভালো ছিলো আন্নদের ছিলো। না ছিলো দুংখো না ছিলো কোনো চিন্তা। সারাদিন ঘুরতাম খাইতাম আর ঘুমোতাম আহা বিন্দাস জীবন। যতই দিন যাচ্ছে বয়স বারতেছে আর তার সাথে বারতেছে চিন্তা কষ্ট। ছোটো বেলটা এতো তারাতাড়ি শেষ হয়ে জাবে কে জানতো। কি একটা মজার জীবন ছিলো। হাতে ছিলো কাগজে বানানো সেই ঘরি না টাইম আর না বুঝমা সময়।বা মা দাদা দাদির ছিলাম খুবই আদরের। তাদের আদর ভালোবাসায় অনেক ভালোই ছিলাম,,, আমার আফুও আমাক অনেক ভালোবাসতো। যেখানেই যইতো আমাকেও সাথে নিয়ে যাইতো। যার বোন আছে সেই জানে ভালোবাসা কাকে বলে। এরপর কিছুটা দিন পর একটু বড় হলাম খুবই অসুস্থ হয়ে পড়লাম ডক্টর নাকি বলছে আর কিছুক্ষনের মধ্যে ভালো চিকিৎসা না করলে মারা যাইতাম,,, যাই হোক আমি বিশ্বাস করি যে,আল্লাহ তর বান্দার যতোক্ষন হায়াত রেখেছে তার আগে বা একটুও পর তাকে নিবে না এদিগ ওদিগ হওয়ার চান্জ নেই। আল্লাহর রহমতে সুস্থ হলাম এর কিছুদিন পর আসলো মোসলমানিস পালা,,, ওহ ভাই কি আর বলবো আর একদিন শুনিয়েন আজগে আর না,, পরের পাঠে বলবো সব মজার কাহিনী। (আল্লাহ হাফেজ)।


Ferdaus Rahman Joy

13 Блог сообщений

Комментарии