জয়ের মতো কেও

আমি নিজেকে নিয়ে একটা গল্প লিখলাম কেমন হয়ছে জানাবেন অবশ্যই

জয় জন্ম নিয়েছিল এক অজ পল্লীতে। বাবা ছিলেন দিনমজুর, মা গৃহিণী। ছোট্ট ঘর, রোদ-পুড়ানো উঠোন আর স্বপ্নের অভাব ছিল না তার। সবাই যখন বলে, তোর পক্ষে কিছুই সম্ভব না," জয় তখন নিজের ভেতর থেকেই বলত, আমি পারবো!

 

স্কুলে যেতো খালি পায়ে, কিন্তু মাথায় থাকত বইয়ের ভার। বন্ধুরা যখন খেলায় মত্ত, জয় তখন পড়ত মাটিতে বসে। কেউ কেউ হাসত, কেউ করুণাও করত। কিন্তু জয় জানত, একদিন সে নিজের গল্প নিজেই লিখবে।

 

এসএসসি পরীক্ষার সময় বাবার অসুস্থতা, সংসারের টানাপোড়েন—সব যেন একের পর এক বাধা হয়ে দাঁড়ায়। তবুও জয় হাল ছাড়েনি। দিনরাত পরিশ্রম করে ভালো ফলাফল করে কলেজে ভর্তি হয়।

 

ঢাকায় এসে শুরু হয় তার নতুন লড়াই। ক্লাস, টিউশন, রাত জেগে পড়া—সব একসাথে। মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু তারপর আবার আয়নায় তাকিয়ে বলত, “তুই জয়, হার মানিস না।”

 

আজ জয় একটি প্রতিষ্ঠানে কর্মরত, সংসারও চালায়, বাবা-মায়ের মুখে এখন হাসি।

সবাই এখন বলে, “জয় তো আজ সত্যিই জয় করেছে!”


Ferdaus Rahman Joy

13 블로그 게시물

코멘트

📲 Download our app for a better experience!