ফেরিওয়ালা

ফেরিওয়ালার জীবন।

যে ফেরি করে জীবন চালায় সেই ফেরিওয়ালা। ফেরিওয়ালারা অনেক পরিশ্রম করে। তারা রাস্তায় হেঁটে হেঁটে নানান পন্য-সামগ্রী বিক্রি করে। এবং সারাদিন বিক্রি করে যা পায় তাই দিয়ে জীবিকা নির্বাহ করে থাকে।

 

প্রতিদিনই আমরা দেখি, তারা রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে থাকে। এসব জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। বাজারের চাইতে তাদের কাছ থেকে এসব জিনিস স্বল্পমূল্যে পাওয়া যায়।

 

বাড়ি বাড়ি গিয়ে নানান ধরনের গান গেয়ে তারা ক্রেতাদের মন জয় করার চেষ্টা করে । অনেক ফেরিওয়ালা আবার চুরি ফিতা সহ নানা খেলনা জাতীয় জিনিস বিক্রি করে। যাওয়া আসার মধ্যে তারা অনেক পরিবারের সাথে আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলে। 

 

সমাজের কোন কাজে ছোট নয় তারা যে কাজটা করে, তাদের এ কাজের মাধ্যমে আমরা ঘরে বসেই বাচ্চাদের নানা রকম খেলনা পেয়ে থাকি।এতে আমাদের সময় ও শ্রম দুটোই বাচে।তাই তাদেরকে সম্মান করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।


Juboraj Hajong Raj

75 blog messaggi

Commenti

📲 Download our app for a better experience!