শুধু জীবন ধারণের জন্য নয় দেশের উন্নয়নের জন্য আমাদের পানির দরকার। পানির আরেক নাম জীবন।
নানা কারণে আমাদের অতি প্রয়োজন এই পানি উৎস হুমকির মুখে পড়ছে। এই অধ্যায় আমরা এই হুমকি গুলোর কথা জানবো এবং কেমন করে তার মোকাবেলা করতে পারব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।