অন্ধকার জগতের জন্য কি করবা

অন্ধকার জগত থেকে বেরিয়ে আসার জন্য সবার সমাজের সবাইকে আহ্বান জানানো যাইতেছে কারণ ওই আর কিছু হয় না

"অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো

সেই তো তোমার আলো"

                       

সময় যতো আধুনিক হচ্ছে, এক দিকে উন্নত হচ্ছে সভ‍্যতা, কিন্তু অপরদিকে বৃদ্ধি পাচ্ছে মন খারাপের মতো কিছু সামাজিক ব‍্যাধি। এই সময়ের ১২-১৩ বছরের ছেলে মেয়েরাও এই মন খারাপের শিকার হচ্ছে। সদ‍্যপরিস্ফুট প্রেমের অনুভূতি বা প্রিয় মানুষকে প্রেম নিবেদন করতে না পারার অব‍্যক্ত বেদনা একাকিত্বের জন্ম দিয়ে চলেছে অহরহ। এছাড়া বন্ধুহীনতা , কাছের মানুষের মৃত‍্যু বা নিজেকে পরিবেশের সাথে মানিয়ে না নিতে পারাও একাকিত্বের জন্ম দেয় মনের মধ‍্যে। তাই আধুনিক বিশ্বে বেশির ভাগ উঠতি বয়সের ছেলে মেয়েরা এই একাকিত্বের শিকার।


MD Jakir Hossain

118 Blog Mesajları

Yorumlar

📲 Download our app for a better experience!