নীরবতা পুরুষের জন্য ভালো নয়

কে পুরুষ নিজে নীরবতা থাকে তাকে অনেকে চেপে ধরে যে যত কঠিন হবে এত সুন্দর হবে

নীরবতা কিন্তু সুন্দর,

আসলেই সুন্দর!

তবে তা এক তরফা বাহ্যিক ভাবে।

কারণ যে মানুষটা হুট করে নীরব হয়ে যায়- এক জীবনের গল্প 

একমাত্র সেই জানে

কতটা পথ অক্লান্ত চলার পর,

সেই চলার ক্লান্ততার শূণ্যতা নিয়ে

আজ সে এই নীরবতা বেছে নিয়েছে!

মানুষ তো শুধু এটাই ভাবে যে,,,

নীরবতা মানেই বুঝি ইগো আর অহংকার!

 


MD Jakir Hossain

118 وبلاگ نوشته ها

نظرات