পাখি

পাখিরা কাশি উঠলে অনেক শান্তি মেলে দেখে পাখি

এই পাপির চোখেই দেখেছি তাকে ঘুমাতে অন্যের বুকে, হাসি মুখে দিয়েছি দোয়া তুমি আজীবন থেকো অ*সুখে.

তবে আসলে বলি কি, যদি ভালোবাসো তাহলে কেড়ে নিতে শিখো.

ছেড়ে দিলে পাখি উড়বে, হয়তো নিশ্চিত সে ফিরবে. 

যদি হঠাৎ ঝড় ওঠে মধ্য আকাশে, ঝড়ে পাখির ডানা ভেঙ্গে গেল বাতাসে, ডানা ছাড়া সে কি করে উড়বে, তুমি হয়তো ভাবছো পাখি ঠিকি ফিরবে, যদি বাগিচায় ফাদ পেতে রাখে শিকারী, পাখি কিভাবে ফিরবে ওহে প্রেমের ভিখারী.

তাই ভালবাসা রেখে বাজি, তাকে ছিনিয়ে নেও আজই.

দেখো আমাদের সবারই অপছন্দ হারানোর ঘ্রাণ, কিন্তু প্রত্যেক সেকেন্ডে চলে যায় তোমার আমার মত অজস্র প্রাণ.


MD Jakir Hossain

118 مدونة المشاركات

التعليقات