ভালোবাসা

ভালোবাসা অনেক সময় ক্ষনিকের জন্য এসে আমাদের জীবনটাকে পরিবর্তন করে এবং আমাদের আগামী দিন চলতে সুন্দর করে তুলে

কাউকে 'ভালোবাসি' বলা এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস 

 

"আমি তোমাকে ভালোবাসি ম্যাজিকাল ঐ তিনটা ওয়ার্ড খুব সহজেই নিমিষেই বলে দেয়া যায় কিন্তু তুমি যে তাকে সত্যি ভালোবাসো সেই জিনিস'টাই সেই মানুষ'টাকে ফিল করানোটা ভীষণ টাফ একটা ব্যাপার তুমি যে তাকে সত্যিই ভালোবাসো এইটা ফিল করাইতে পারলে দিনশেষে আর ফর্মালিটি মোতাবেক তিনবেলা ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে হয় না ভালোবাসলে সবসময় সব ভে;ঙে'চু;রে মুখে বলতে হয় না

তুমি তোমার মানুষটাকে কেমনে ট্রি ট করতেসো সেটাই তাকে বুঝিয়ে দিবে তুমি তাকে ঠিক কতটা ভালোবাসো

হাই ভালোবাসাটাকে আগলে রাখতে হয় এবং ভালোবাসার সম্মান করতে হয় যে সম্মান করতে জানে না সে ভালবাসা ও চিরে হারিয়ে ফেলে সেটা সবারই জানা আছে। 


MD Jakir Hossain

118 وبلاگ نوشته ها

نظرات