জাদুঘর

জাদুঘর বলতে এমন স্থাপনা বা প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে সভ্যতা ও সংস্কৃতির পুরাকীর্তি র্সংরক্ষণ করা হয়।

অতীত কালের গুরুত্বপূর্ণ পুরাকীর্তি ভবিষ্যতে প্রজন্মের নিকট তুলে ধরার মধ্য দিয়ে ভবিষ্যতে প্রজন্মকে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সচেতন করায় জাদুঘর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। প্রাচীন মিশরের আলেকজান্দ্রয়ায় পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপত্য হয়েছিল ‌।


Ruddro Sarkar Sarkar

79 بلاگ پوسٹس

تبصرے