সমান্তরাল ধাতব পাতের উপরে চলা গাড়িকে রেলগাড়ি বলে। রেলগাড়ি চলার সময় প্রচন্ড শব্দ হয়।
রেলগাড়িতে অনেকগুলো কামরা বা বগি থাকে। বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবনের সূত্র ধরে রেলগাড়ির জন্ম। বর্তমানে বিশ্বের যাত্রী ও মালামাল পরিবহনের কাজেই এই গাড়ি অত্যন্ত জনপ্রিয়। এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে।