পানি

পানির অপর নাম জীবন

আমরা দৈনন্দিন কাজে প্রায়ই পানির ব্যবহার করে থাকি। হাড়ি পাতিল বাসন মাজা এসব কাজ থেকে শুরু করে অনেক কাজে আমাদের পানি প্রয়োজন হয়। শুধু তাই নয়, এই পানি আবার আমরা পান করে থাকি।

 

আমাদের দেশে অনেক সময় পানি সংকট দেখা দেয়।তার কারন হলো অনেকে পানির অপচয় বা অপব্যবহারও করে থাকে। আমরা কোনো কিছু খাওয়ার পর পানি পান করে থাকি। সেই পানি পান করার পর আমাদের তৃপ্তি হয়।

 

পানিতে গোসল করা,হাড়ি পাতিল মাজা,কাপড় ধোয়া এসবের ফলে পানি দুষিত হয়ে থাকে।একজন মানুষ দিনে একবার হলেও পানি পান করে থাকে।পানি ছাড়া মানুষের জীবন আসলেই অসম্পূর্ণ।

 

একারনে আবার পানির অপর নাম জীবনও বলা হয়। একটা মানুষ শুধুমাত্র পানি পান করেও  অনেকদিন বাঁচতে পারে। আমাদের গৃহপালিত পশুগুলাকে আমরা সব সময় পানি পান করিয়ে থাকি। পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে 

 

পানির ব্যবহার অপরিহার্য।তাই পানি দূষিত করা থেকে আমাদের বিরত থাকা দরকার।


Juboraj Hajong Raj

75 بلاگ پوسٹس

تبصرے

📲 Download our app for a better experience!