প্রধান উপদেষ্টা জাপান সফর

প্রধান প্রচেষ্টা জাপান শেষে দেশে ফিরিয়ে যা যা বললেন এবং যা যা প্রধান উপদেষ্টা যা যা বলেছেন বা যারা দেশের জন্য

প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস জাপান সফরে আসছেন আজ রাতে। আমরা জাপান প্রবাসীরা উনার কাছে কয়েক দাবি রাখতে চাই। 

১। ঢাকা টু নারিতা বিমান চালু রাখা, পাশাপাশি ঢাকা টু কানসাই বিমান চালু করা। এর জন্য যা যা করনীয় সরকারের পক্ষ থেকে যেন সব করা হয়। 

২। বাংলাদেশ থেকে জাপানে স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করা। 

নেপালের স্টুডেন্ট ৩০/৪০ হাজার চলে আসে ক্লাস শুরু হওয়ার আগে, আর বাংলাদেশ থেকে ৩/৪ হাজার স্টুডেন্ট আসে ক্লাস শুরুর ২/১ মাস পর। 

এছাড়াও নেপালের স্টুডেন্টদের তাদের সরকার এবং ব্যাংক যেসকল সুবিধা এবং সাপোর্ট দেয়, বাংলাদেশের স্টুডেন্টদেরও সরকার ও ব্যাংক থেকে সেসকল সাপোর্ট দেয়া হোক। 

৩। TITP ভিসা প্রসেসিং সহজতর করা হোক। 

৪। সরকারি উদ্যোগে জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধির উদ্যোগ নেয়া হোক। 

 

এসকল কাজগুলো সিন্ডিকেট মুক, টেন্ডার মুক্ত, দুর্নীতি মুক্ত, সচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে বন্টন করা হোক


MD Jakir Hossain

118 Blogg inlägg

Kommentarer