খালেদা জিয়া

জিয়াউর রহমান ছিলেন একজন স্বাধীনতার ঘোষক এবং তার স্ত্রী খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

একজন বেগম খালেদা জিয়া কে এতো ভয়!!

 

১৫ বছর ক্ষমতার বাইরে থাকা খালেদা জিয়ার ছায়ার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে বর্তমান আওয়ামী সরকার ,, 

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে একজন শিক্ষার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেজেছিল,,সেই কারণে উক্ত স্কুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হইছে 

 

এটাই খালেদা জিয়া 

 

প্রজন্ম থেকে প্রজন্ম 

খালেদা জিয়া আজন্ম

 

এভাবেই তাকে যতই ইতিহাসের ভিলেন বানাতে চাইবেন ততই তিনি গণমানুষের অন্তরে ঠাই নিবেন,,এই মেয়েটি খালেদা জিয়ার শাসনামল দেখেনি ভালবাসার জন্যই নেত্রীর মত সেজেছিল যার জন্য তাকে ও তার স্কুলকে শাস্তি দেয়া হবে আর এটা দেখে আরো হাজার শিক্ষার্থী দেশনেত্রী কে নিয়ে সার্চ করবে ইতিহাস ঘাটবে যে খালেদা জিয়া আসলে কে,,নতুন প্রজন্মের কাছে এভাবেই খালেদা জিয়া পৌছে যাবেন যুগ থেকে যুগান্তর ইনশাআল্লাহ 

 

স্যালুট বোন তুমায়

 

-নড়াইলের অগ্নিকন্যা তাননুর জাহান তাহা।


MD Jakir Hossain

118 blog messaggi

Commenti